
ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রিয়া সাহার দেশবিরোধী প্রচারণা ও বাড্ডায় রেণু বেগমকে হত্যার প্রতিবাদে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমৃদ্ধ নাগরিক পরিষদ, ঢাকার উদ্যোগে এক ‘মানব-বন্ধন’ এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক নেতা প্রফেসর ড. অধীর চন্দ্র সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে সাবেক তুখোড় ছাত্রনেতা অধ্যাপক মেহেরুল হাসান সোহেল, শামসুল আলম কমল, অধ্যাপক আব্দুল মুকিত, অধ্যক্ষ নূর হোসেন, এডভোকেট সুবোধ চন্দ্র দাস, এডভোকেট সঞ্জিব কুমার মন্ডল, মি. লুকাস কস্তা, কবি মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক কর্মী শফি কামাল বাদল, অজিত দাস, অধ্যাপক রিপন হালদার, আসাদুজ্জামান আসাদ, পেশাজীবী নেতা রুহুল আমিন, শফিকুল ইসলাম সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমৃদ্ধ নাগরিক পরিষদ, ঢাকার আহবায়ক সহ উপস্থিত নেতৃবৃন্দ প্রিয়া সাহা সহ সকল বিতর্কিত ব্যক্তিদের দেশ বিরোধী প্রচারণার তীব্র প্রতিবাদ ও এসব ইস্যুকে কেন্দ্র করে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র মোকাবেলা, ব্যক্তি স্বাধীনতা রক্ষা, বাক স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতার নিন্দা ও রাজধানীর বাড্ডায় ছেলেধরার মিথ্যা সন্দেহে দুই সন্তানের স্নেহময়ী জননী তাসলিমা বেগম রেনুকে প্রকাশ্য দিবালোকে আইন নিজ হাতে তুলে নিয়ে হত্যার মধ্য দিয়ে মানবতাকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। অনতি বিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তির বিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেও বক্তাগণ বক্তব্য রাখেন।
অর্থনীতি সহ সকল উন্নয়ন সূচকে দেশ যখন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে, সেই মুহুতের্ এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।
নেতৃবৃন্দ আগামী দিনের সমৃদ্ধ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে এবং সকল প্রতিকূলতাকে প্রতিহত করে বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
