দেশের চলমান অনেক উন্নয়ন প্রকল্প দৃশ্যমান হবে নতুন বছরে : ক্রীড়া প্রতিমন্ত্রী

0
179
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ।সারা দেশে রাস্তাঘাট নির্মাণ, বিদুৎ,পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়নে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। এই গাজীপুরকে শহরে হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের জীবন যাত্রার মান পাল্টে দেয়ার জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এমনিভাবে দিনের পর দিন উন্নয়নের ছোঁয়া বইছে।
চলমান অনেক উন্নয়ন প্রকল্প দৃশ্যমান হবে নতুন বছরে। শুধু তাই নয়, কোনো কোনো মেগা প্রকল্পের কাজ সমাপ্তের পথে এগিয়ে যাবে ২০২১ সালের মধ্যে। এ ছাড়া স্বপ্নের পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলের একাংশ, কর্ণফুলী টানেলসহ কয়েকটি মেগা প্রকল্প উদ্বোধনের ক্ষণ গণনা শুরু হবে নতুন বছরের শেষে। ঢাকার শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টর্মিনালের কাজে আসবে দৃশমান অগ্রগতি। মেট্রোরেল লাইন-৬-এর পাশাপাশি অন্য লাইনগুলোর কাজও শুরু হবে। যমুনা নদীর ওপর শুরু হওয়া বঙ্গবন্ধু রেলসেতুর কাজে হবে উল্লেখযোগ্য অগ্রগতি। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে প্রথম জাহাজ এসে ভিড়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বে-টার্মিনাল নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি হবে এই সময়ে।
পাশাপাশি দেশজুড়ে যে ১০০ ইকোনমিক জোন প্রতিষ্ঠা করছে বেজা, তাতে আসবে সাফল্য। বিশেষ করে মিরসরাইয়ে দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু শিল্পনগরের কাজ প্রায় শেষ হয়ে যাবে। সেখানে স্থাপিত বহু শিল্পগোষ্ঠীর কারখানা চলে যাবে উৎপাদনে। ফলে বাড়বে বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি আয়। সব মিলিয়ে উন্নয়নের দৃশ্যমান বছর হবে ২০২১।

বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম

বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী এরশাদ নগর এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নব-নির্মিত ৪তলা ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা ভূট্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমার মতি, জয়নাল আবেদীন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।কাজী ইলিয়াস, যুবলীগ নেতা কামরুল আহসান রাসেল,আব্দুল জলিল গাজী, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু ও রেজাউল করিম প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here