দেশে করোনায় আক্রান্ত আরও ৩,সংখ্যা বেড়ে ২৭

0
239
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশে নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। যার ফলে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং মৃতের সংখ্যা দুই। এছাড়াও সুস্থ হয়েছেন ৫ জন।
এদিকে নতুন যে তিনজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দুইজন বিদেশফেরত এবং একজন তাদের সংস্পর্শের। এদের মধ্যে আবার একজন নারী, দুইজন পুরুষ। আজ রোববার (২২ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন যে তিনজন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। দুজন বাইরে থেকে এসেছেন। অপরজন আরেক অসুস্থ রোগীর সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছেন। ভাইরাসে এ তিনজন আক্রান্ত হলেও তাদের মধ্যে উপসর্গ মৃদুই লক্ষ্য করা গেছে।’
তিনি আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৫ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫৬৪ জনের। আগে সুস্থ হওয়া তিনজনসহ মোট পাঁচজন বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর হটলাইনে কল এসেছে ৩৮১২টি। এর মধ্যে ৩৭২৫টি কল করোনা-সংক্রান্ত।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here