দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০, মৃত্যু ৫ আক্রান্ত ৫৬৪ জন

0
176
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। এনয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন। এছাড়া একই সময়ে আরও ৫ জন মারা গেছেন। এনিয়ে মোট মারা গেলেন ১৬৮ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,৬৬৭।
গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৬৪১ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৭,১০৩ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৮ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৬৩। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ১১ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৫০ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here