দেশে শনাক্ত ছাড়াল ২ লাখ ৯০ হাজার

0
125
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে ৩৮৬১ জনের মৃত্যু হল। একদিনে নতুন করে ২৪০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬২৪ জন। এ নিয়ে সুস্থ হলেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশে ৯১টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৩টি, এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩৩ শতাংশ।
একদিনে পুরুষ ২৭ এবং নারী ১২ জন মারা গেছেন। এদের মধ্যে হাসপাতালে ৩৬ জন এবং বাড়িতে মারা গেছেন ৩ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৩ হাজার ৪৬ জন যা ৭৮ দশমিক ৮৯ শতাংশ, আর নারী মারা গেছেন ৮১৫ জন যা ২১ দশমিক ১১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৬০ বছরের বেশি বয়সের মধ্যে ২৫ জন।
এখন পর্যন্ত মোট মৃত্যুর শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৯ জন, যা শূন্য দশমিক ৪৯ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৫ জন, যা শূন্য দশমিক ৯১ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯৪ জন, যা ২ দশমিক ৪৩ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৪৩ জন, যা ৬ দশমিক ২৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫১৬ জন, যা ১৩ দশমিক ৩৬ শতাংশ।
৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ হাজার ৮১ জন, যা ২৮ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন ১ হাজার ৮৭৩ জন; যা ৪৮ দশমিক ৫১ শতাংশ।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। গেল আট মাসে ভয়াবহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখের বেশি মানুষ।
এর মধ্যে ১ কোটি ৫৫ লাখ মানুষ সুস্থ হয়েছেন। বাকি ৬৫ লাখ মানুষ এখনও চিকিৎসাধীন। চলতি মাসে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে বেড়েছে সংক্রমণ।
দেশগুলোয় প্রতিদিন গড়ে ৫০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে, মারা যাচ্ছে প্রায় এক হাজার করে। দক্ষিণ আফ্রিকায়ও রোগীর সংখ্যা বাড়ছে।
দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স, বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৯ হাজার ১২৫ জন।
মারা গেছেন ৭ লাখ ৯৮ হাজার ৬৮৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৬১ হাজার ৭৬২ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার ৭২৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৫১, মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮৬ জনের।
বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩৪১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
একই সময়ে মারা গেছেন ১ হাজার ৯০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৫৭ লাখ ৪৬ হাজার ৯৭৪ জন, মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৪৬৮ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৭ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৪ জনের।
এতে দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩৫ লাখ ৫ হাজার ১৯২ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৪১৯ জনের।
বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫২২ জন।
একই সময়ে মারা গেছেন ৯৮১ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৯ লাখ ১০ হাজার ১২২ জন, মারা গেছেন ৫৫ হাজার ২ জন।
চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ৯ লাখ ৪৬ হাজার ৯৮৪ জন, মারা গেছেন ১৬ হাজার ১৮৯ জন।
পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৬ লাখ ১ হাজার ১০২ জন, মৃত্যু হয়েছে ১২ হাজার ৬১৮ জনের।
ষষ্ঠ স্থানে পেরুতে আক্রান্ত ৫ লাখ ৬৭ হাজার ১৫৫ জন, মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৪ জনের। মেক্সিকোয় মোট রোগী ৫ লাখ ৪৩ হাজার ৮৫০ জন, মৃত্যু হয়েছে ৫৯ হাজার ১৫৪ জনের।
করোনার প্রকোপ দু’বছর থাকবে -বিশ্ব স্বাস্থ্য সংস্থা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্তত দুই বছর থাকতে পারে করোনাভাইরাস।
শুক্রবার এক ভার্চুয়াল আলোচনায় সংস্থার প্রধান তেদ্রোস আদানম গেব্রিয়াসুস বলেন, করোনার প্রকোপ কমতে অন্তত দু’বছর সময় লাগবে।
কারণ গত শতাব্দীতে অর্থাৎ ১৯১৮ সালে গোটা বিশ্বে আতঙ্ক ছড়ানো স্প্যানিশ ফ্লুর স্থায়িত্বও ছিল অন্তত দু’বছর।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনঘনত্ব এবং জনসংযোগ অনেক বেড়ে যাওয়ায় দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।
তবে আমাদের কাছেও প্রযুক্তি এবং যথেষ্ট জ্ঞান রয়েছে। যা আমাদের এই সংক্রমণকে রুখতে অবশ্যই সাহায্য করবে। আশা করছি আগামী দু’বছরের মধ্যেই সংক্রমণ কমে যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here