দৌলতদিয়া পাটুরিয়ায় হবে টানেল নির্মাণ

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খান বলেছেন, পদ্মার নিচ দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় টানেল নির্মাণ করা হবে। টানেলের দুই পাশে গড়ে তোলা হবে আধুনিক শহর। এতে এই অঞ্চলের মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। গতকাল ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। নিজ নির্বাচনী এলাকা থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের পথে বোয়ালমারী পৌরসভায় স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ফারুক খান বলেন, অনেক সময় তৃণমূল থেকে একজনের নাম কেন্দ্রে গেলে তাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আবার একাধিক নাম গেলে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে প্রার্থিতা চূড়ান্ত করি। অনেক সময় আবার যে কয়েকজন মনোনয়নপ্রত্যাশী সবার নামই কেন্দ্রে পাঠানো হয়Ñ এটা ঠিক নয়। গণতান্ত্রিক উপায়ে সংক্ষিপ্ত নামের তালিকা কেন্দ্রে পাঠানো উচিত। সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, সদস্য আলী আকবর, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here