দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে ইজতেমার ময়দান হস্তান্তর

0
58
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আজকে আমরা প্রথম পর্বের আয়োজকদের কাছ থেকে মাঠ বুঝে নিলাম। আমারা দেখেছি ব্যবহার্য জনিত কোনো অসুবিধা হয়েছে কিনা। সেগুলো রিপেয়ার করে দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম পর্বের আয়োজনকারী নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে, তারা আমাদের সহযোগীতা করেছেন। আশা করছি সকলের সহযোগীতায় আমরা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় পর্বের আয়োজনকারীদের জন্য সুষ্ঠু সুন্দরভাবে বিশ^ ইজতেমা আয়োজন ও সম্পন্ন করতে সক্ষম হবো।মঙ্গলবার বিকেল ৩টায় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইজতেমা মাঠে উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রথম পক্ষের কাছ থেকে গ্রহণ এবং দ্বিতীয় পক্ষের আয়োজকদের কাছে (হস্তান্তর অনুষ্ঠানে) তিনি এসব কথা বলেন। তবে বিশ^ ইজতেমার প্রথম পর্বের আয়োজনকারী ছিলেন মাওলানা জোবায়ের পন্থি অনুসারিগন। তারা গত ২ থেকে ৪ ফেব্রুয়ারি তিনদিন ইজতেমা সম্পন্ন করেছে। এ বছরে কোনো সমস্যা হয়নি।তিনি আরো বলেন, আয়োজন শেষে স্বরাষ্ট্র মন্ত্রীর সভার সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে ইজতেমা প্রথম আয়োজনকারীদের কাছ থেকে নির্ধারীত ৩ টার সময় মাঠ হস্তান্তর কার্যক্রম শুরু করে সকল বিষয় আমরা বুঝে নিয়েছে। পরে দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে (মাওলানা সাদ কান্ধলভির) নিকট মাঠ বুঝিয়ে দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।মাওলানা জোবায়ের অনুসারীর পক্ষে খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।মাওলানা সাদ অনুসারী শীর্ষ মুরব্বি ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে আমারা জেলা প্রশাসকের কাছ থেকে ইজতেমা মাঠ বুঝে নিয়েছি। বুধবার থেকে আমাদের তাবলীগ সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন। এর আগেই পুরো মাঠ গুছিয়ে নেয়া হবে ইনশাল্লাহ।হস্তান্তর অনুষ্ঠানে মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়দানের জিম্মাদার ইঞ্জি: মহিবুল্লাহ, ডাক্তার আব্দুছ ছালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, ভাই হারুন, মোহাম্মদ সায়েম, হাজী মনির হোসেনসহ প্রত্যেক নজমের জিম্মাদারগন।মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম বলেন, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা একই রকম থাকবে। গোয়েন্দা নজরদারি ও ক্যামেরা সার্বিলেন্স আগের মত আছে। ট্রাফিক বিভাগে অতিরিক্ত জনবল সংযুক্ত আছে। ভ্রাম্যমান হকার মুক্ত রাখাতে পুলিশ কাজ করছে। ইজতেমা আয়োজক কমিটির উভয় পর্বের সাথে সার্বিক বিষয় আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। আশা করি প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের মাওলানা সাদ কান্ধলাভি অনুসারীদের বিশ্ব ইজতেমাএবং ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here