দ্রব্যমূলের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

0
71
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি :আজ ২৯ জুলাই ২০২২ শুক্রবার বাদ জুম’আ বাংলাদেশ মুসলিম সমাজের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধার সম্মুখিন হলে পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। প্রতিবাদ সভায় বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন বলেন, সরকার ২০০৮ সালে ১০ টাকা দরে চাল খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণকে ধোকা দেয়। বর্তমানে চালের কেজি ৭০ টাকা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেন্টাল কুইক রেন্টাল পদ্ধতির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বর্তমানে বিদ্যুৎ বিল বার বার বৃদ্ধি করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করতে পারেনি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। ক্ষুধার্থ মা সন্তানের আহার যোগাতে না পেরে সন্তান বিক্রি অথবা হত্যা করছে। অচিরেই দেশ আনুষ্ঠানিক দুর্ভিক্ষে পতিত হবে। ২০১৪ সালে ১৫৪জন বিনা ভোটে এমপি নির্বাচি করে সরকার জনগণকে জুজুর ভয় দেখীয় রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছে। রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে দেশের শীর্ষ স্থানীয় আলেম-ওলামাদের মধ্যে অনেককে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে। বর্তমানে অনেক আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মী জেলের অন্ধকার কুটুরিতে জীবন অতিবাহিত করছে। তিনি অনতিবিলম্বে আলেম-ওলামাসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি করেন। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র চেয়ারম্যান কে এম আবু তাহের, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, নাগরিক পরিষদের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, বাংলাদেশ মুসলিম লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হিরা, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ জাতীয় নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here