ধর্ষকরা যতই ক্ষমতাবান হোকনা কেন তাদের আর কোন ছাড় নেই ……..এড. ড. মোঃ জিয়াউর রহমান

0
205
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সেন্টার ফর হিউম্যান রাইটস্ মুভমেন্ট এর চেয়ারম্যান এডভোকেট ড. মোঃ জিয়াউর রহমান বলেন, ধর্ষকরা যতই ক্ষমতাবান হোকনা কেন তাদের আর কোন ছাড় নেই। সে রাজনীতি করুক আর প্রশাসনের থাকুক আইনের আওতায় আসতেই হবে। তিনি আরো বলেন, আপনারা এবার থামুন। অনেক অপকর্ম অন্যায় করেছেন। দেশের মানুষ এখন জেগে উঠেছে। আপনাদের বিচারের আওতায় আসতেই হবে। যারা নির্মমভাবে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মেরেছে তাদের কোন ছাড় হবে না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি উদ্যোগ গ্রহণ করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দোষিরা গ্রেফতার হয়েছে। তারা যেন আইনের কোন ফাক থেকে বের হতে না পারে। আমরা আর কোন নতুন নুসরাতকে দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের সকল মানুষ সুখী-সমৃদ্ধিতে থাকবে।
সংগঠনের নির্বাহী প্রধান আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, এস এম শিব্বীর আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লা, সংগঠনের ভাইস চেয়ারম্যান পিএইচডি গবেষক এএসএম মাহফুজার রহমান হেলাল, আফরোজা সুলতানা, বাবু শীতল কৃষ্ণ পাল, জাহাঙ্গীর হোসেন লাভলু, নারী নেত্রী আঞ্জুমান আরা তন্নী, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মোঃ আমজাদ হোসেন, সংগঠনের মহাসচিব মোঃ আব্দুল শামীম সেরনিয়াবাত, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব নবাবা সালেহ আহমেদ, মোঃ রেজাউল করিম সাগর, মোঃ মোজাম্মেল হক নাইম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল পারভেজ, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা হোসেন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক চাষী, সাংবাদিক রাজিয়া সুলতানা স্মৃতি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, আইট সম্পাদক মোঃ ঈসরাফিল হোসেন, জালাল আহমেদ প্রমুখ। অন্যান্য বক্তারা বলেন, পরিমল থেকে সিরাজ গং আর কত? আসুন এই চরম নিৃশংসতার বিরুদ্ধে আমরা সকলে এক কাতারে প্রতিবাদের বলয় গড়ে তুলি। নুসরাত জাহান রাফি’র খুনীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আরো বলেন, আসুন মানবতার দাবিতে সোচ্চার হই, গণ সচেতনতা গড়ে তুলি, সামাজিকভাবে ধিক্কার জানাই, বয়কট করি, দল-মত নির্বিশেষে অপরাধীদের বিচার দাবি করি, আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগীতা করি।
আমন্ত্রিত অতিথি মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, সাগর-রুনি হত্যার বিচার হলে, পরিমল কঠিন শাস্তি পেলে আজ নুসরাত জাহান রাফি’র এমন দুর্দশা হতো না। আমাদের সমাজে নারীদের কোথায় মুক্তি? ফেইসবুকে জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলি বিচার চেয়ে বিচার পায়নি। কুয়েত মৈত্রী হাসপাতালের একজন সিনিয়র নাস একই হাসপাতালের পরিচালক দ্বারা নির্যাতনের শিকার হয়ে থানায় জিডি করেও ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে। প্রতিদিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। আমাদের নৈতিকতা ও দেশপ্রেমের অভাবের কারনে আমরা কোথায় যাচ্ছি। আমাদেরকে জেগে উঠতে হবে। আসুন সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে জেগে উঠি, বিজয় আমাদের আসবেই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here