ধামরাইয়ে গুণীজন ফাউন্ডেশন এর চারাগাছ বিতরণ

0
106
728×90 Banner

ধামরাই (ঢাকা) সংবাদদাতা: দেশ বরেণ্য গুণীজনদের সম্পৃক্ততায় গড়ে উঠা স্বেচ্ছাসেবি সংগঠণ ‘‘গুণীজন ফাউন্ডেশন’’ বিনামূল্যে চারাগাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। শোকাবহ আগস্ট মাসে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, যুবসমাজ, বিভিন্ন পেশা জীবিদের মাঝে বিভিন্ন ধরণের ১০ হাজার চারাগাছ বিনা মূল্যে বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল শনিবার উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালীথা গ্রামে প্রতিষ্ঠিত গুণীজন ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান বেগম উকিলননেছা স্মৃতি পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে অটোরিক্সা ও ভ্যান চালক, যুবক ও গৃহনীদের হাতে চারাগাছ তুলে দেয়া হয়। বেগম উকিলননেছা স্মৃতি পাঠাগারটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠণের সাধারণ সম্পাদক ফারজানা রহমান। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সংগঠণের ইসি মেম্বার, এসডিআইয়ের সিইও সমাজ সেবক সামছুল হক। সম্মানীত অতিথি ছিলেন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, সাবেক সভাপতি লোকমান হোসেন, সাবেক সভাপতি আবু হাসান; সিনিয়র সাংবাদিক দীপক চন্দ্র পাল, সাংবাদিক মোকলেছুর রহমান, সাংবাদিক মাসুদ সরদার প্রমূখ। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান সহ এলাকার উদীয়মান যুবক জুলহাস মিয়া এমএসসি, হাসিব ইসলাম এমএসএস প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে অনারেবল এ্যাসোসিয়েট মেম্বার প্রয়াত নজরুল সংগীত শিল্পী সুধীন দাশ, মুক্তিযোদ্ধা সাংবাদিক কামাল লোহানী, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. মীজানুর রহমান শেলী, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, ড. শামসুজ্জামান খান, কবরী সারোয়ার, ড. ইনামুল হক, প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান, শর্মিলী আহমেদ, রফিকুল হক দাদুভাই, শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাই, আব্দুল জব্বার, টেলিসামাদ, কৌতুক অভিনেতা আনিসুর রহমান, কেজি মোস্তফা সহ প্রয়াত অন্যান্য গুণীজনদের আত্মার শান্তি কামনা করে তাঁদেও স্মরণে ও সম্মানে ফাউন্ডেশণের সাধারণ সম্পাদক ফারজানা রহমান শোক প্রস্তাব উত্থাপন করেন এবং উপস্থিত সকলেই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। অত:পর অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here