
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে জাইকার সহায়তায় কুশুরা আববাস আলী উচ্চ বিদ্যালয়ের একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে । শনিবার অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ প্রকল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, এড. সোহানা জেসমিন, উপজেলা কৃষকলীগের সভাপতি বালিয়ার ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন প্রমূখ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও সহ¯্রাধিক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
