ধামরাইয়ে পল্লী বিদ্যূতের প্রি-পেইড মিটার উদ্বোধন

0
393
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে। আজ শনিবার উপজেলার ঢুলিভিটায় পল্লী বিদ্যূতের প্রি-পেইড মিটার প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. হারুন, পবিস-৩ এর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, ডিজিএম খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়ারদারের উপস্থিতিতে পল্লীবিদ্যূতের জোনাল অফিসে প্রি-পেইড মিটার স্থাপনের মধ্য দিয়ে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়ন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়, গ্রাহকের নিজ উদ্যোগে ব্যয় নিয়ন্ত্রণ ও অপচয় রোধে প্রি-পেইড মিটার চালু করা হচ্ছে বলে জানালেন পবিস কর্মকর্তাবৃন্দ। ধামরাই উপজেলায় প্রায় দেড় লক্ষ ডিজিটাল ও এনালগ মিটার রয়েছে। প্রাথমিক পর্যায়ে ত্রিশ হাজার প্রি-পেইড মিটার স্থাপন করা হবে। পর্যায় ক্রমে সবগুলো মিটারই প্রি-পেইডের আওতায় আসবে।
উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও সোহানা জেসমিন, প্রকৌশলী মুনিরুল ইসলাম, পল্লী বিদ্যূতের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here