ধামরাইয়ে পুলিশ-জনতার মতবিনময় সভা অনুষ্ঠিত

0
242
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বুধবার বিকেলে ঢাকার ধামরাইয়ে জনপ্রতিনিধি,ব্যবসায়ী, শিল্পকারখানার প্রতিনিধি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি, সংস্থাপ্রধান, সাংবাদিক, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন পেশাজীবি ও পুলিশের মাঝে আইন-শৃঙখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা প্রাঙ্গনে ধামরাই থানা পুলিশ আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ওসি দীপক চন্দ্র সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মীজান শাফিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা (উত্তর)এর অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সজাগের পরিচালক এমএ মতিন প্রমূখ। ঈদকে সামনে রেখে রমজান মাসে ধামরাইয়ে যাতে আইন-শৃঙ্খলার কোন প্রকার অবনতি না ঘটে বা বিশৃঙখলার সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই পুলিশ এ মত বিনিময় সভার আয়োজন করেন। এ ছাড়াও বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ ও জঙ্গিবাদের বিষয় আলোচনায় স্থান পায়। মত বিনিমময় সভার পূর্বে পুলিশ সুপার শাফিউর রহমান থানার এস আই এবং এ এস আইদের জন্য নির্মিত অত্যাধুনিক নতুন কার্যালয় ভবন উদ্বোধন করেন। প্রকল্পটি বাস্তবায়ন করেন ওসি দীপক চন্দ্র সাহা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here