ধামরাইয়ে বন্ধ হলো খেয়াযাত্রীদের কাছ থেকে অবৈধ ভাবে ভাড়া উত্তোলন

0
159
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় বংশী নদী পারাপাড়ের মাধ্যমে ধামরাই-সাভারের মধ্যে যোগাযোগ রক্ষাকারী খেয়াঘাটের একটি অংশ উন্মুক্ত করে দেয়া হয়েছে যা ইজারার আওতাভুক্ত ছিল না। কিন্তু কয়েক যুগ ধরে ইজারাদাররা এই অংশে যাত্রী খেয়াপারাপার করে অবৈধভাবে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিল। ওই এলাকার কয়েকটি গ্রামের অধিবাসীরা ইজারাদারদের কাছে অসহায় ও জিম্মী হয়ে পড়েছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী’র নজরে এলে তিনি জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে গতকাল শুক্রবার স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, অন্যান্য কর্মকর্তা ও জনসাধারণের উপস্থিতিতে ইজারা বহির্ভুত অংশটি বিনা ভাড়ায় পারাপাড়ের জন্য উন্মুক্ত করে দেন এবং প্রশাসনিক নির্দেশনা সম্বলিত একটি সাইনবোর্ড লাগিয়ে দেন। কাজটি করায় ধামরাইয়ে হোসাইন মোহাম্মদ হাই জকী’র জনহিতকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট কাজের তালিকায় আরও একটি নতুন নজীর যুক্ত হলো। তিনি বলেন, সকলের সহযোগিতায় ব্যবস্থা নেয়ার মধ্য দিয়ে এ এলাকার জনগণ তাদের অধিকার ফিরিয়ে পেল। যদি পুনরায় কেউ এই অংশ পারাপাড়ের জন্য যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here