
ডেইলি গাজীপুর প্রতিবেদক : ধামরাই উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর মাঝ থেকে দরিদ্র শিক্ষার্থীদের পরিবারকে চলমান করোনা কালীন দুঃসময়ে খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে। ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসকের চেয়ারম্যান, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক আইয়ুব প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান, আজীবন দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান বিপ্লব ও অন্যান্য শিক্ষক এবং সদস্যদের অর্থায়নে ও উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে এসব খাদ্য সামগ্রী শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেন।






