রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার করুন

0
107
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : করোনা ক্রান্তিকালে রোজায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ফ্রন্ট নেতা নঈমুল বলেন, রমজান এলে আমাদের বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আর এ বছর করোনার কারণে সাধারণ মানুষ এমনিতেই দুর্বিসহ সময় পার করছে। ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেলে এই সময় সাধারণ মানুষের বেঁচে থাকায় দায় হয়ে যাবে। প্রতি রমজানে দাম বাড়িয়ে লাভবান হয় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। পণ্য মজুদ করে এবং কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যের দাম বাড়িয়ে তারা সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে নেয়। রমজানে বাজার নিয়ন্ত্রণ সরকারে জন্য চ্যালেঞ্জ বলে অভিহিত করে তিনি বলেন, রমজানে রোজাদাররা কষ্ট পেলে সরকারকে এর চড়া মাসুল গুণতে হতে পারে। তিনি দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা অব্যাহত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here