ধামরাইয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়

0
255
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে বালিয়া ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর সাথে মত বিনিময় করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ওসি দীপক চন্দ্র সাহা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
ঢাকা জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং বিরোধী এ আলোচনা সভায় মিলিত হয়েছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আয়ুব, স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন, আ.লীগ নেতা আরিফ হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং প্রতিরোধে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেয়া হয় পুলিশের পক্ষ থেকে।
ওদিকে এসডিআইয়ের নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক সামছুল হক ও সংস্থার অন্যান্য কর্মকর্তারাও এ মতবিনিময় সভায় যোগ দেন। বেসরকারী সংস্থা এসডিআইয়ের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী শ্লোগান সম্বলিত সুদর্শন স্কেল উপহার হিসেবে তুলে দেয়া হয় প্রতিটি কোমলমতি শিক্ষার্থীর হাতে।
অন্যদিকে উপস্থিত শিক্ষার্থীরা হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিংকে ‘না’ বলে। এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে। সুন্দর সমাজ গঠণের প্রত্যয়ে আয়োজিত এ সভায় শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here