ধামরাইয়ে ‘৮৭ ব্যাচের পুণর্মিলনী ও বন্ধুদের মিলনমেলা

0
477
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ‘‘অর্থের অভাবে কোন বন্ধুর সন্তানের শিক্ষার ব্যাঘাত ঘটতে দেয়া হবে না এবং কোন বন্ধুর পরিবারকে কষ্ট করতে দেয়া হবে না।’’ ধামরাইয়ের বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয় ও ওয়ার্শী পাইকপাড়া এম ইয়াছিন এন্ড ইউনূস খান উচ্চ বিদ্যালয়ের ’৮৭ ব্যাচের শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানে বন্ধু সমাবেশে অনগ্রসর বন্ধুদের সন্তান ও পরিবারের উদ্দেশ্যে এমন বক্তব্য রাখেন বন্ধুরা। অনুষ্ঠানের কনভেনার রাজাপুরের কৃতি সন্তান খান এ্যাসিয়েটস এর সিইও এ্যাড.এ.আর.খান রানা, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আরফান, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান খান, বুয়েটের অধ্যাপক ড. জাফর ইকবাল খান সহ ওই ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা শুক্রবার দিনব্যাপি ওই অনুষ্ঠানে যোগ দেন। ধামরাইয়ের সাবেক এমপি খান মোহাম্মদ ই¯্রাফিল খোকন, সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, করিম স্যার, সচীন স্যার, হরিপদ স্যার, মেঘলাল স্যারসহ বর্তমান প্রধান শিক্ষক আমিনুর রহমানও ওই অনুষ্ঠানে যোগ দেন এবং স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। দিনটিকে ঘিরে প্রীতিভোজ, নানা ধরণের প্রতিযোগিতা, প্রয়াতদের আত্মার শান্তি কামনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here