ধামরাই‌য়ে ইটভাটার আগু‌নের তা‌পে পু‌ড়ে গে‌ছে ৪’শত বিঘা জ‌মির ধান

0
160
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ধামরাই‌য়ে সোমভাগ ইউ‌নিয়‌নের নওগাঁও, ভাড়া‌ড়িয়া উই‌নিয়‌নের চন্দ্রপাড়া এলাকায় দিগন্ত বিস্তৃত বিশাল মা‌ঠের প্রায় ৪ শত বিঘা জ‌মির ধান পু‌ড়ে গে‌ছে ইটভাটার অাগু‌ণের তা‌পে। মা‌ঠের পর মাঠ জু‌ড়ে চোখ জুড়া‌নো সবুজ ধা‌নের ক্ষেত শনবাতায় প‌রিনত হ‌য়ে‌ছে। এমন সর্বনা‌শের জন্য এলাকাবাসী এবং ভুক্ত‌ভোগী কৃষকরা ওই ফস‌লের মা‌ঠে গ‌ড়ে উঠা ‘এম‌বিএল’ না‌মের ইটভাটা‌ দায়ী ব‌লে দা‌বি ক‌রে‌ছেন।
প্রশ্ন হ‌লো এতবৃহৎ এক‌টি ফস‌লের মা‌ঠে ফসলী জ‌মির মধ্যখা‌নে কিভা‌বে কার অনুম‌তি‌তে এসব ইটভাটা গ‌ড়ে উ‌ঠে‌ছে? ইটভাটা অনু‌মোদন ও নিয়ন্ত্রকারী কর্তৃপক্ষ তখন কোথায় ছি‌লেন?
যা‌হোক স‌রেজ‌মি‌নে গি‌য়ে মা‌ঠের ভয়াবহ বাস্তবতার অা‌লোকচিত্র তু‌লে ধরা হ‌লো। ভুক্ত‌ভোগী চা‌ষি ক‌লিমু‌দ্দিন জানান, তি‌নি ঐ মা‌ঠে ৭৬ শতাংশ অর্থাৎ অাড়াই বিঘা জ‌মি‌তে ধান চাষ ক‌রে‌ছি‌লেন। এম‌বিএল ইটভাটার অাগুণের তা‌পে তার সারা বছ‌রের রি‌জিক নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে। মারাত্মক ক্ষ‌তিগ্রস্ত হতাশ এ কৃষক সরকা‌রের মাধ্য‌মে ক্ষ‌তি পুর‌ণের দা‌বি জানান। ওই মা‌ঠের অন্যান্য ধানচাষীদের একই দুর্গ‌তি। তা‌দেরও একই দা‌বি। ক্ষ‌তিপুরণ দাবি ক‌রে ভুক্তভোগী কৃষকরা উপ‌জেলা শহ‌রে ম‌নিববন্ধনও ক‌রেন।
এ‌বিষ‌য়ে ভাটা মা‌লি‌কের সা‌থে যোগা‌যোগ সম্ভব হয়‌নি। ত‌বে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী এবং উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা অা‌রিফুল হাসান ঘটনা স্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন এবং তদন্ত ক‌রে ভাটামা‌লি‌কের কাছ থে‌কে ক্ষ‌তিপূরণ অাদা‌য়ের অাশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here