নওগাঁয় ডেঙ্গু রোগী ১১ জন

0
296
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : নওগাঁ সদর হাসপাতালে ২৪ ঘন্টায় ১১ জন ডেঙ্গু আক্রান্ত ব্যাক্তি চিকিৎসার জন্য র্ভতি হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভর্তি রোগীদের সকলেই নওগাঁ জেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আছেন। এরা সকলেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে নওগাঁয় এসেছেন।
নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ন ডাঃ রওশন আরা খানম জানান- গত ২৭ জুলাই থেকে আজ ৩১ জুলাই পর্যন্ত মোট ১১জন রোগী নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৩জন রোগীকে আশংকা জনক অবস্থায় গতকাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডেঙ্গু কর্নার চালু করার প্রস্তুতি চলছে। তিনি ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা ও আলাদা চিকিৎসার ব্যাবস্থা করার কথা জানিয়েছেন ।
এদিকে, রোগীর স্বজনদের অভিযোগ নওগাঁ সদর হাসপাতালে ক্রমেই ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বড়লেও আলাদা রোগীদের আলাদা ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here