নবীনগরে অসুস্থ গরু জবাইয়ের পূর্বেই মোবাইল কোর্টে জরিমানা, গরু বাজেয়াপ্ত

0
81
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আল আমিন নামক এক মাংস ব্যবসায়ীকে অসুস্থ গরু জাবাই জন্য বাড়িতে রাখার দায়ে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে৷
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে নবীনগর পৌর এলাকার নবীনগর পূর্বপাড়ার কসাই আল আমিনের বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন৷
জানা যায়, কসাই আল আমিন একটি দেহে পঁচন ধরা অসুস্থ গরু জবাই করার জন্য কিনে এনে বাড়িতে রাখেন৷ পরদিন এটি জবাই করে এর মাংস বিক্রয় করার উদ্দেশ্য ছিল তার৷ খবর পেয়ে, এসিল্যান্ড মোশারফ হোসাইন দ্রুত কসাইয়ের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন যে গরুটি জবাইয়ের রাখা হয়েছে তার শরীরে পঁচন ধরা৷ প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সাদিকুল ইসলাম সজিব পরীক্ষা করে গরুটিকে জবাইয়ের অযোগ্য বলে ঘোষণা দেন৷ তাৎক্ষণিক মোবাইল কোর্টে কসাই আল আমিনকে পশু আইন ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ দ্বারা লঙ্ঘনের দায়ে ২৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং অসুস্থ গরুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর থানার এসআই মোঃ ময়নুল হোসেন, নবীনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি। নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ প্রমুখ৷

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here