
আমজাদ হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আগুনে পুড়ে বায়জীদ (১৮) ও আলমগীর (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজলার শ্রীরামপুর গ্রামের একটি চায়ের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বায়জীদ ও আলমগীর শ্রীরামপুর গ্রামের শাহজাহান মিয়ার চায়ের দোকানে কাজ করতেন। মঙ্গলবার রাতে দুর্গাপূজার মূর্তি বিসর্জন দেখে দোকানে এসে ঘুমিয়ে পড়েন তারা। রাত তিনটার দিকে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বায়জীদ ও আলমগীর মারা যায়। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।






