নবীনগরে ইভটিজিং এর প্রতিবাদ করায় যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

0
140
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিং-এর প্রতিবাদ করায় বখাটেরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শালিশ সভায় আসার পথে সন্ত্রাসী হামলা চালিয়েছে। উপজেলার নবীনগর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসনের বড় ভাই নবীনগর (পশ্চিম) ইউনিয়ন যুবলীগের এক নং সদস্য কাউছার আলমের (৪০)এ সন্ত্রাসী হামলার স্বীকার হন। তার বাম চোখে প্রচন্ড আঘাত লেগেছে। এ হামলায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় আহতদেরকে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুই আহতরা হলেন মোহাম্মদ সৈয়দ ও নূরুল ইসলাম। আজ শুক্রবার (২৭/০৮) সাংবাদিকদের সাথে আলাপকালে আহতের ভাই নবীনগর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.আনোয়ার হোসেন এটি পরিকল্পিত হামলা বলে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান।
সুত্র জানায়, গত মঙ্গলবার নবীনগর থেকে অটোরিস্কায় একজন মেয়ে যাত্রী নবীপুর বাজারে এসে নামে। ওই মেয়েটি ভাড়া দিতে চাইলে অটোচালক আলমনগর গ্রামের রুবেল ভাড়া টাকা না নিয়ে মেয়েটির মোবাইল নাম্বার চায়। মেয়েটি মোবাইল নাম্বার দিতে অস্বীকার করায় অটোতে থাকা অটোচালকের সহযোগী আলমনগরের রমজান মিয়া, রাকিব মিয়া মেয়েটির সাথে অশ্লীল আচরণ করে। মেয়েটির সাথে ইভটিজিং-এর সময় নবীপুর গ্রামের কয়েকজন ছেলে বাঁধা দেয়।
এ সময় উভয়পক্ষের মাঝে হাতাহাতি ঘটনা ঘটে। এরই জের ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দিলে দুই গ্রামের সাহেব সর্দাররা সুষ্ঠু সমাধানের জন্য গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বৃহসপতিবার শালিস সভার আয়োজন করে। ওই শালিস সভায় পথে আলমনগর কবস্থানের পাশে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আলমনগরের বড়বাড়ির কবির মিয়ার ছেলে মো. সুজন (২২), আবু মিয়ার ছেলে রুবেল (২০), বচ্চু মিয়ার ছেলে রমজান মিয়া (১৮), আমানউল্লাহর ছেলে রনি(২০)সহ তার গ্রæপ হামলা চালায়।
এ বিষয়ে আলমনগর গ্রামের নেতৃস্থানীয় নেতা শাহ আলম মিয়া বলেন, আমি ও আ’লীগ নেতা নূরে আলম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল রুমান এবং কবির মিয়া নবীপুরের আওয়ামীলীগ সভাপতি আনোয়ারকে শালিশ সভায় আসতে বলেছিলাম,তিনি তার ভাই কাউছার, সৈয়দ, অহিদ এবং নূরুল ইসলামকে পাঠায়। তারা আসার পথিমধ্যে কিছু ছেলে এ দুর্ঘটনা ঘটায়।
নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, আমার ভাইয়ের বাম চোখ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।তার চোখটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার ভাইকে পরিকল্পিত ভাবে আহত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, আমাদের কাছে এখনও পর্যন্ত লিখিত কোন অভিযোগ আসেনি। তবে আহতের ভাই আমার সাথে মুঠোফোনে কথা বলেছে। বিষয়টি আমাদের নজরে রয়েছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here