
পা কেটে পা নিয়ে মিছিল: ৩০ টি বাড়িতে অগ্নিসংযোগ,লুটপাট
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর উপজেলার থানাকন্দি গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দির্ঘদিন ধরে গ্রামে চেয়ারম্যান জিল্লুর রহমান গ্রুপ ও কাউছার মোল্লা গ্রুপের মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ রবিবারকাউছার মোল্লা গ্রুপের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে প্রায় অর্ধশত লোক আহত হয়। আবু মেম্মার বাড়িসহ প্রায় ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাড়ি ঘরে লুটপাট চালানো হয়। হামলাকারিরা জিল্লুর চেয়ারম্যান গ্রুপের মোবারক হোসেন (৪৫) পা কেটে নিয়ে যায়। এ কাটা পা নিয়ে তারা জয় বাংলা শ্লোগান দিয়ে মিছিল করে। এ কাটা পা নিয়ে মিছিলের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পা কাটা মোবারককে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালসহ আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করছে। সংঘর্ষে লিপ্ত ৩০জনকে পুলিশ আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ভাইরাল হওয়া ভিডিওতে মোবারক জানায়, কাউছার মোল্লা গ্রুপের মাইনুদ্দিন মিয়ার ছেলে রুবেল, ,মালি মিয়ার ছেলে জাবেদ,আওলাদ মিয়ার ছেলে রনি,ফজলু মিয়ার ছেলে মহসিন আমার উপর হামলা করে আমার পা কেটে নিয়ে যায়। অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকাবস্থায় এ সংঘর্ষের ঘটনা ঘটে । এলাকাটি দাঙ্গাপ্রবন বিধায় অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে।
উল্লেখ্য ওই গ্রামে প্রায় তিন যুগের বেশী সময় ধরে দুই প্রভাবশালী আবু মেম্বার ও মোসলেম মেম্বারের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বর্তমান এই দুই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান জিল্লাুর রহমান ও কাউছার মোল্লা । এলাকার যে কোন ইস্যুতে ওই দুই গ্রুপ দুই পক্ষে অবস্থান নিয়ে নেতৃত্ব দেয়। সামান্য ও ছোটখাট বিষয় নিয়ে দাংগা হাঙ্গামা সৃষ্টি করে রক্ষক্ষয়ী সংঘর্ষে মেতে উঠে তারা। বিভিন্ন সময় নানা ইস্যুতে সংঘঠিত সংঘর্ষে ৫টি খুন ও ২৫টি পাল্টাপাল্টি মামলা হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নের ৪টি গ্রাম গৌরনগর, হাজীর হাটি, সাতঘর হাটি ও থানাকান্দি এই চারটি গ্রামে গত ৩৫ বছর যাবত এ খুন খারাপী চলে আসছে। ওই দুই গ্রুপই এ চারটি গ্রামকে নিয়ন্ত্রন করে। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় বিকেল পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। পরবর্তী যেকোন ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
