
আমজাদ হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ “খেলাকে হ্যা বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি বিশাড়া গ্রামে “ভিটি বিশাড়া ক্রিড়াচক্র” নামে (একটি অরাজনৈতিক সংগঠন) বৃহস্পতিবার (৩১/১০) ভিটি বিশাড়া গ্রামের সর্বস্তরের যুবসমাজকে নিয়ে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি বিশাড়া গ্রামের সী -দ্বীপ কার্যালয়ে ভিটি বিশাড়া ০১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হুদা কাজল সাহেবের সভাপতিত্বে রতনপুর ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব মনির মেম্বারের সঞ্চালনায় অত্র আলোচনা সভায় গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্হিতিতে সর্বপুরী গ্রামের যুবকদের খেলাধুলা ও শারীরিক মানুষিক পরিবর্তন সহ মাদক মুক্ত সমাজ বির্নিমানে ঐক্যবদ্ধ ও আধুনিক জীবন গঠনের লক্ষ্যে উপরোক্ত সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
