নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

0
102
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম খাগাতুয়া রোডে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে অবৈধভাবে কৃষি জমি নষ্ট করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে মোঃ নজরুল ইসলাম খোকন ও সোহাগ মিয়া এবং দিপু মিয়া নামের তিন ড্রেজার ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ২ টি মামলায় ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। এ সময় শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাবুল ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমল দাস উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন আইনত দন্ডনীয়। এ ধরণের কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে আহবান জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here