নবীনগরে সুবিধা বঞ্চিতদের বিশেষ সহায়তা প্রদান

0
142
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রবীন জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন কর্মসুচীর আওতায় সেন্টার উপজেলা রতনপুর ইউনিয়নে প্রবীনদের বয়স্ক ভাতা, শ্রেষ্ঠ প্রবীণ ও সন্তান সম্মাননা, শারিকিভাবে নাজুক ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কম্বল, ওয়াকিং স্টিক, হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্রাকটিসেস্ (সিদীপ) ও পল্লী কর্ম (পিকেএসএফ) এর আর্থিক সহায়তা রতনপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় গতকাল শনিবার বিকেলে ভিটি বিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক(প্রশাসন) মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানে এক হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীত বস্ত্র ও একশত প্রবীনদের মাঝে বয়স্ক ভাতা,শারিরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও প্রবীনদের সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন জি এস রুহুল আমীন এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, সোহরাওয়ার্দী হাসাপাতালে সার্জারী বিভাগের চেয়ারম্যান প্রফেসার পি কে সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সিদ্বীপ নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া, সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আলামিনুল হক আলামিন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here