নরসিংদীতে ঈদ উপহার প্রদানের পাশাপাশি মোবাইল কোর্টে জরিমানা

0
93
728×90 Banner

হলধর দাস, নরসিংদী থেকে : করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান এর তত্বাবধানে সোমবার (১৯জুলাই’ ২০২১) নরসিংদীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রইস আল রেজোয়ান জানান, আজ সোমবার (১৯ জুলাই) সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে জেলার বিভিন্ন স্থানে ৬টি মোবাইল কোর্ট ২৫ জনের বিরুদ্ধে দায়ের করা ২৫টি মামলায় তেত্রিশ হাজার ছয়শত টাকা অর্থদন্ড আদায় করেন।
লক ডাউন বাস্তবায়নে ৬টি উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করেন।
অপরদিকে, জেলা প্রশাসনের হটলাইন ৩৩৩ নম্বরে প্রাপ্ত কলের মধ্য থেকে যাচাইবাছাই শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ত্রাণ সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত টিম ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আবাসস্থল বা আবাসস্থলের নিকটস্থ স্থানে তাঁদের হাতে উল্লেখিত উপহারসামগ্রী হস্তান্তর করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here