নরসিংদীতে কঠিন লকডাউনের ২য় দিনে ৩৭,২০০ টাকা জরিমানা

0
98
728×90 Banner

হলধর দাস ,নরসিংদী থেকে: সরকার ঘোষিত দ্বিতীয় ঢেউয়েল ২য় পর্যায়ে ১৪ দিন ব্যাপী লকডাউনের ২য় দিন শনিবার (২৪ জুলাই’২১) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালন করা হয়েছে। দূরপাল্লার সড়কে যানব চলাচল নেই বললেই চলে। তবে শহরের রাস্তায় কিছু রিক্সা চলাচল করলেও অটোরিক্সা, সিএনজি চলাচল করতে মাঝে মধ্যে দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নিয়ন্ত্রণে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের শহরের রাস্তার মোড়ে মোড়ে কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।
লকডাউন বাস্তবায়নে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় ৬টি উপজেলায় লক ডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করছে।
দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর শ্যামল চন্দ্র বসাক জানান, শনিবার (২৪ জুলাই) সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ৭৫ জনের বিরুদ্ধে দায়ের করা ৭৫টি মামলায় ৩৭,২০০/- টাকা অর্থদন্ড আদায় করেছেন।
এরমধ্যে মনোহরদী উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার প্রদত্ত বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলায় মোট ১,৭০০/-টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা প্রদান করে।
দ্বিতীয় পর্যায়ের কঠিন লকডাউনের দ্বিতীয় দিনে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার প্রদত্ত বিধি-নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক, নরসিংদী জেলা সদর, মাধবদী, শিবপুর, রায়পুরা, পলাশ, বেলাব ও মনোহরদী উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here