নরসিংদীতে করোনায় আক্রান্ত আরো ২৭ জন ,মোট সনাক্ত ৯২ , সুস্থ্য হয়ে ফিরেছেন ২জন

0
300
728×90 Banner

হলধর দাস,নরসিংদী থেকে : নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিগত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় নতুন করে করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে আরো ২৭ জন । বৃহস্পতিবার সদর উপজেলায় প্রথমে ১৩ জন আক্রান্তের কথা জানানো হয়। পরে অন্য উপজেলার আরো ৩জন সদরে আক্রান্তের খবর জানানো হয়। গতকাল সদরে আক্রান্ত ছিল ১৬জন।
নরসিংদী জেলায় আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকেল পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯২ জনে। এর মধ্যে ২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
আগে আক্রান্ত অন্যান্যরা চিকিৎসকের নিবিড় পরিচর্যায় ভাল আছেন বলে জানিয়েছেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন।
নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদর উপজেলার ১২ জন,শিবপুরে ৪ জন, বেলাবতে ৯ জন ও রায়পুরা উপজেলায় ২জন।
নতুন আক্রান্তদের মধ্যে ১৫/১৬ বছর বয়সী তিন জন, ২০ থেকে ৩০ বছর বয়সী সাতজন,৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন, ৪১ থেকে ৬০ বছর বয়সী নয়জন এবং ৬৫ বছর বয়সী একজন মহিলা রয়েছেন ।
আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here