নরসিংদীতে বন্ধুর হাতে বন্ধু খুন

0
190
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: সাধারণ একটি ক্যামেরা নিয়ে দুই বন্ধুর ঝগড়ার জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেলো অপর বন্ধু ইয়াসিন মিয়ার। গত মঙ্গলবার রাতে নরসিংদী শহরের শপিং মল ইনডেক্স প্লাজার সামনে এই হত্যাকাÐের ঘটনাট ঘটেছে।
জানা গেছে, নরসিংদী শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মিলন মিয়ার পুত্র ইয়াসিনের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল তিন বন্ধু যথাক্রমে দেলোয়ার হোসেন আদনান, ফারুক ওরফে মোটা ফারুক এবং শোয়েব মিয়ার। আনুমানিক দুই মাস আগে মোটা ফারুক তার বন্ধু আলিফকে পাঁচ হাজার টাকা ধার দেয়। নির্ধারিত সময়ের মধ্যে আলিফ ধার নেয়া টাকা ফেরত দিতে না পেরে তার একটি ডিএসএলআর ক্যামেরা ভাগিনা মারুফের নিকট বন্ধক রাখে। এই বন্ধকী ক্যামেরা নিয়ে তাদের মধ্যে গত সোমবার ঝগড়া হয়। ঝগড়ার সময় ইয়াসিন মিয়া তার বন্ধু আলিফ, ভাগিনা মারুফ ও দেলোয়ারকে মারধোর করে। এ মারধোরের জের ধরে গত মঙ্গলবার রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক মোটা ফারুক ইনডেক্স প্লাজার সামনে যায় এবং ইয়াসিনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়।
পরে গোয়েন্দা পুলিশ ঘটনার দিন রাতেই শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মনোহরদী একদুয়ারিয়ার গিয়াস উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন আদনান (২১), পৌর শহরের বানিয়াছল এলাকার গাজী আসাদের ছেলে শোয়েব (৩৫), আড়াই হাজারের আবদুল্লাহপুর এলাকার জহুর আলমের ছেলে মারুফ আল হোসাইন ওরফে মোটা ফারুক (২১), সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার মোর্শেদ আলমের ছেলে মারুফ ওরফে ভাগিনা মারুফ(২০)নামে চারজনকে গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার সাংবাদিকদের জানান, নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। আসামীরা প্রত্যেকেই এ হত্যাকান্ডে জড়িত ছিলো বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here