
নরসিংদী প্রতিনিধি : নেশাখোর ছোট ভাই রবিন (২৫) কে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই আলমগীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নরসিংদী সদর উপলোর কমিরপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে। একই গ্রামের গান্ধী মিয়ার পুত্র রবিন প্রতিনিয়তই নেশার টাকার জন্য পিতা মাতার উপর চাপ প্রয়োগ করতো। এতে ধর্য্যহারা হয়ে পিতামাতা রবিনকে শায়েস্তা করার জন্য বড় ছেলে আরমগীরের উপর দায়িত্ব অর্পন করে। আলমগীর ছোট ভাই রবিনকে শাযেস্তা করার জন্য তার হাতপা বেধে বেদম মারধোর করে এবং এক পর্যায়ে তার অবস্থা খুবই সূচনীয় আকার ধারন করলে রাত ১১ টার দিকে সে মারা যায়।
খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






