
হলধর দাস, নরসিংদী থেকে : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ২০তম নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের সমন্বিত ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার(২৮মে,২০২০)জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে একশত জন অসচ্ছল স্কাউট সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকাল ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত নরসিংদী জেলা কমিটি’র সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
২৪তম বিসিএস(প্রশাসন) ব্যাচ- এর নিজস্ব অর্থ্যায়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে ২৪তম বিসিএস(প্রশাসন) ব্যাচ এর এরূপ সমন্বিত খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলে জানান প্রধান অতিথি ।
তিনি স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আর্থিক অনটন সহ যে কোন ধরনের পারিবারিক সমস্যা থাকলে আমাকে জানাবে । আমি তার সমাধান বা সহযোগিতা করবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কমল কুমার ঘোষ,নির্বাহী ম্যাজিস্ট্রেট(এনডিসি)মোঃ শাহরুখ খাঁন,নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
