নরসিংদী জেলার সমবায় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মহা-পরিচালকের মতবিনিময়

0
203
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : সমবায়-ই মুক্তির একমাত্র পথ। সমবায়ের পথে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে গতকাল মঙ্গলবার নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: হারুন অর রসিদ বিশ^াস এর সাথে নরসিংদী জেলার সমবায় কার্যালয় ও উপজেলা সমবায় কার্যালয় সমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো: নবীউল ইসলাম, নরসিংদী সদর উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদাতুল হক, মনোহরদী উপজেলা সমবায় কর্মকর্তা মো: ওমর ফারুক, শিবপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো: আব্দুল জলিল ভূইয়া, বেলাব উপজেলা সমবায় কর্মকর্তা মো: জলিল হোসাইন, পলাশ উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা শাহিন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক নিবারণ রায় প্রমুখ।
এর আগে ড. মো: হারুন অর রসিদ বিশ^াস সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রাঙ্গনে সদ্য নির্মিত ফোয়ারা “আলোক ধারা”, সুপেয় পানির জন্য গভীর নলকুপ ‘প্রানদ’, নির্মল স্মরণী নামের সমবায় সড়ক উদ্বোধন করেন এবং তিনি ইন্সটিটিউটের বিভিন্ন ক্লাশ রুম পরিদর্শন করেন ও শেষে তিনি মাধবদীর সোনার বাংলা সমবায় কটন মলিস লি: পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here