নিকলী উপজেলায় নৌকার বিদ্রোহী প্রার্থী জনি নির্বাচিত

0
219
728×90 Banner

মোঃ আতিকুল্লাহ, বি‌শেষ প্র‌তি‌বেদক: রোবববার (২৪শে মার্চ) নিকলী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম (নৌকা) কে পরাজিত করে সভাপতিপুত্র আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি (মোটর সাইকেল) বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন।
মোটর সাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি পেয়েছেন ২৮ হাজার ৪৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ৩১৮ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হক আয়াজ (তালা) ও মহিলা ভাই চেয়ারম্যান পদে রেজিয়া আক্তার (কলস) বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২৪শে ফেব্রুয়ারি রোববার (২৪শে মার্চ) তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৩৪টি ভোট কেন্দ্রের মোট ১ লাখ ৬৩১ ভোটারের মধ্যে নিকলী উপজেলা পরিষদ নির্বচন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিকলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম(নৌকা), দুই স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. ইসহাক ভূঞার পুত্র আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি (মোটর সাইকেল) এবং নাসিরুজ্জামান আসলাম (আনারস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here