নোয়াখালীতে সংসদ সদস্যসহ ৭১ জন হোম কোয়ারেন্টিনে

0
179
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু :নোয়াখালীতে এক সংসদ সদস্যসহ ৭১ ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছে। এর মধ্যে বিদেশ ফেরত এর সংখ্যা বেশি। নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী স্বেচ্ছায় ১৮ই মার্চ থেকে তার নিজ বাস ভবনে কোয়ারেন্টিনে রয়েছেন। তাছাড়া জেলায় আরো ৭১ ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছে। এর মধ্যে অধিকাংশই বিদেশ ফেরত। সরকারি বিধি মোতাবেক তাদেরকে স্বাস্থ্য বিভাগ সহযোগিতা করে যাচ্ছেন। তবে আইনে কারণে তিনি কারো নাম, ঠিকানা জানাতে রাজি হননি। এদিকে জাতীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে জানান, তিনি ১৮ মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত তার নিজের বাস ভবনে হোম কোয়ারেন্টিনে থাকবেন।
কারণ তিনি বাইরে গেলে শ’ শ’ লোক ঘিরে ধরে তার সাথে কথা বলার চেষ্টা করে। তাই জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে জনসম্মুখে না এসে এই কিছুদিন তিনি তার বাস ভবনে অবস্থান করবেন। তবে জরুরি প্রয়োজনে জেলার যে কোন নাগরিক তার সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি তাদের সহযোগিতা করবেন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত ইতালি প্রবাসী আইসোলেশনে থাকার পর সব রোগীরা ভয়ে পালিয়ে গেছে। চৌমুহনী শহর জুড়ে আতঙ্ক চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here