নড়াইলের মেলায় দর্শনার্থীদের টাকা ও মোবাইল ছিনতাই কালে ডিবি পুলিশের হাতে পাকরাও

0
174
728×90 Banner

উজ্জ্বল রায়, প্রতিবেদক:নড়াইলে দর্শনার্থীদের টাকা ও মোবাইল ছিনতাই কালে ডিবি পুলিশের গ্রেফতার-১ দর্শনার্থীদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই কালে ছিনতাইকারী গ্রেফতার-১ চিত্রশিল্পী সুলতান জন্মবার্ষিকী উপলক্ষে মেলায় এস. এম সুলতান দেশের একজন বরেণ্য ও কালজয়ী চিত্র শিল্পী। তার নিখুত তুলির আঁচড়ে তিনি এদেশের প্রকৃতি ও মেহনতী মানুষের জীবন চিত্র স্বার্থকভাবে উপস্থাপন করছেন। তিনি তার সার্বজনীন বিশ্বনন্দিত চিত্র কমের দ্বারা বিশ্বের এবং এদেশের শিল্প পিপাসু মানুষের মাঝে অমরত্ব লাভ করেছেন। শেই সুলতান মেলা দেখথে আসা দর্শনার্থীদের টাকা ও মোবাইল ছিনতাইকারী থাবা তাদেও বাড়ী মাগুরা সদর থানার পাটোখালি গ্রামে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনতাই কালে ছিনতাইকারী শুভ দাস (২২) পিতা-সাগর দাস নড়াইল পৌরসভার কুডগ্রিাম। এসময় ডিবি পুলিশের এসআই ছৈয়দ জামারত আলী তাকে হাতেনাতে গ্রেফতার করে ছিনতাই হওয়া মোবাইল ও টাকা উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের এসআই ছৈয়দ জামারত আলী বলেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র নির্দেশে তার সহোযোগীদের গ্রেপ্তারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here