নড়াইলে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ব্যাংকার ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময়

0
156
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি : নড়াইলে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকল ব্যাংক কর্মকর্তা ও নড়াইলের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। আজ সোমবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), শেখ ইমরান (সদর সার্কেল, নড়াইল)সহ নড়াইলে কর্মরত পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও কর্মচারী, নড়াইলের সকল ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণসহ বিশিষ্ট ব্যবসায়ীগণ। মত বিনিময় সভায় পুলিশ সুপার সকল ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ঈদকে সামনে রেখে বড় বড় ছিনতাই ও চোর চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। সাধারণ মানুষ ঈদের সময় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য তারা ব্যাংকে তাদের সঞ্চয়ের টাকা উত্তোলন করে এবং অনেক সময় কুরবানীর পশু ক্রয়ের জন্যও তারা টাকা উত্তোলন করে। টাকা উত্তোলনের আগে বা পরে যদি কোন গ্রাহক নিরাপত্তাহীনতা অনুভব করে তবে অবশ্যই সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করবেন। পুলিশ সদা তাদের নিরাপত্তা প্রদানে সচেষ্ট থাকবে। এছাড়া তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ের সময় অনেক সময় অনেকপ্রকার অপরাধ সংগঠিত হতে পারে। পশু ক্রয় করে আনার পথে বা বিক্রয় করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে যদি কোন ব্যবসায়ী বা ক্রেতা গ্রাহক নিরাপত্তাহীনতা অনুভব করে তবে অবশ্যই সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করবেন। আমাদের নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের সদস্যরা সবসময় সকল মানুষকে নিরাপত্তা দিতে প্রস্তুত আছে বলে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here