নড়াইলে খুনীদের ফাঁসির দাবিতে লাশ নিয়ে ঝাড়ু মিছিল

0
100
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডবগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজাসহ ৩জন নিহতের ঘটনার মুলহোতা সুলতান মাহমুদ বিপ্লবের ফাঁসিসহ খুনীদের গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টার দিকে গন্ডব গ্রাম ও এলাকাবাসীর আয়োজনে কয়েকশত নারী-পুরুষ মানববন্ধন শেষে লাশ ঘাড়ে করে আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ মিছিল শুরু করে। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মানববন্ধন ও মিছিলে দোষীদের গ্রেফতার পূর্বক দ্রুত বিচারের দাবি জানানো হয়। অপরদিকে, খুনের মূল হোতা জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লবকে দ্রুততার সঙ্গে গ্রেফতার এবং বিচারে ফাঁসি দাবি করা হয়।
প্রসঙ্গত, গন্ডব গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের সুলতানুজ্জামান বিপ্লব গ্রুপের সঙ্গে একই গ্রামের মিরাজ মোল্যা গ্রুপের মধ্যে র্দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডবগ্রামে উভয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিরাজ মোল্যা গ্রুপের তিনজন নিহত হয়। তারা হলো- মোক্তার মোল্যা (৫০), হাবিল মোল্যা (৪৫) ও রফিক মোল্যা (৪০)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here