নড়াইলে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, আটক-৩

0
125
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বাহির গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তানিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহির গ্রামে এ ঘটনা ঘটে। তানিয়া একই গ্রামের গোলাপ মোল্যার মেয়ে।
পুলিশ ও এসিডদগ্ধ তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে সদর উপজেলার বাহির গ্রামের প্রতিবেশী মৃত মোস্তফার ছেলে জুয়েল ব্যবসা করার জন্য তানিয়ার নিকট থেকে ১৫লাখ টাকা ধার নেন। তানিয়া তার পাওনা টাকা ফেরত চাইলে জুয়েল নানা তালবাহানা শুরু করে। অপরদিকে, বিভিন্ন সময় এসিড মেরে তানিয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল। হুমকির কারণে নিরাপত্তার অভাবে তানিয়া গত ১৩ আগস্ট সদর থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) দায়ের করেন। পরে যশোর শহরের শংকর পাশায় তার স্বামী মাসুদ হাসানের বাড়ি চলে যান। স্থানীয় লোকজন গ্রাম্য ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। একারণে সোমবার তানিয়া তার বাবার বাড়িতে আসেন। ওই দিন আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে সাধারণ ডায়েরির কপি দেখানোর জন্য তানিয়া তার বাবার বাড়ি থেকে পাশে চাচার বাড়িতে যাওয়ার সময় দেনাদার জুয়েল ও তার সহযোগী অহিদুর তানিয়া বেগমের ওপর এসিড নিক্ষেপ করে দ্রæত পালিয়ে যায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু জানান, ‘এসিডদগ্ধ তানিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানিয়ার পিঠসহ শরীরের বিভিন্ন স্থান এসিডে পুড়ে গেছে।’
এ বিষয় পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, ‘গৃহবধূ তানিয়ার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল ও তার সহযোগী অহিদুরসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here