নড়াইলে পার্বতী বিদ্যাপীঠ ও মাদ্রাসার ভিত্তি প্রস্তরের উদ্বোধন

0
263
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরের গোবরা পার্বতী বিদ্যাপীঠ ও সীমাখালি লস্কারপুর দাখিল মাদ্রাসার একতলা নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন দুর্নীতি দমন কমিশনার দুদক (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। গতকাল বিদ্যালয় ও মাদ্রাসা চত্বরে এ ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আনজুমান আরা, দুর্নীতি দমন কমিশন, খুলনার পরিচালক মোঃ আব্দুল গফফার, নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা শিক্ষা কর্মকর্তা, এস এম ছায়েদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নড়াইলের সহকারি প্রকৌশলী মোঃ আশরাফুল হক, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৪তলা ভিতের ১তলা বিশিষ্ট প্রতিটি ভবন নির্মাণে ৮৫ লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে। অপরদিকে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা ও নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র, আন্তরিক প্রচেষ্টায় ইয়োলো গাং দংর্নীতি, অন্যায়, অবিচার, ইভটিজিং সহ সকল সামাজিক ব্যাধি প্রতিরোধে নড়াইল জেলার সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের এঁগার খান হাতিয়ারা গ্রামের ২৫ জন নারীকে নিয়ে ইয়োলো গাং (সামাজিক সংগঠন) গঠিত হল, এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here