নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী সুলতান উৎসব শুরু

0
144
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপি ‘সুলতান উৎসব শুরু হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ উৎসব শুরু হয়েছে। উৎসবের সমাপনি দিন নড়াইলের চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারী-পুরুষের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে, সারা দেশ থেকে শিশু পর্যায়ে ৪৫০টি ছবি সংগ্রহ করে জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, স্থানীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ এবং নৌকা বাইচ। এ উৎসবকে ঘিরে সুলতান মঞ্চ চত্বরে অর্ধশত ষ্টল বসেছে। এছাড়া শিুশুদের বিনোদনের জন্য এসেছে নাগোরদোলা । জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন এবং এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করছে। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন স‚ত্রে জানা গেছে, সারা দেশ থেকে শিশু পর্যায়ে ৪৫০ টি ছবি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৮০ টি ছবি বাছাই করে একটি স্যুবেনির বের করা হচ্ছে এবং ১৫ জন বিজয়ীকে ক্রেষ্ট প্রদান করা হবে। এছাড়া স্থানীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় ৩০ জনকে পুরস্কৃত করা হবে।প্রসঙ্গত, ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইলের শহরতলি মাছিমদিয়ায় জন্মগ্রহন করেন বরেণ্য এই শিল্পী। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যু বরণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here