
উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে যৌথ অভিযানে ৫০০০ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ডিম ওয়ালা ইলিশ মাছ জব্দ, ডিবি পুলিশের এস আই সৈায়দ জামারত আলী জানান, নড়াইলের পুলিশ সুপার (এসপি) সারের গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নড়াইলের ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে, এ সময় নড়াইলের নবগঙ্গা নদী থেকে ৫০০০ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ডিম ওয়ালা ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা, নড়াইলের সহকারি পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার (কালিয়া সার্কেল), পুলিশের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, ডিমওয়ালা ইলিশ ধরবো না, দেশের সম্পদ নষ্ট করবো না, এই শ্লোগানকে সামনে রেখে, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। এছাড়াও নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের উকিল মোল্যার ছেলে রফিকুল মোল্যা (৪৫),একই গ্রামের সুনিল রায়ের ছেলে উদয়শংকর রায় (৩০),ও মৃত শরীয়াতুলার ছেলে ছিদ্দিকুর রহমান (৫০), বড়নাল গ্রামের মৃত রাজ্জাক মলিকের ছেলে রবি মলিক(৪৫), রামনগর গ্রামের মৃত রবীন্দ্র নাথ বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৪০) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ফুকরা মেছধামা গ্রামের মৃত আলী মিয়া সরদারের ছেলে গফ্ফার সরদারকে (৫০) আটক করেছে।
অপরদিকে একই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড় নড়াইলের কালিয়া খেয়াঘাট থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মৃত ইন্তাজ মোল্যার ছেলে নান্নু মোল্যা (৩৮)কে আটক করে।






