নড়াইলে বিরল প্রজাতির মাছ 

0
172
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে বিরল প্রজাতির আট ইন্চি ও আধাঁকেজি ওজনের মাছ ধরার পর মৎস কর্মকর্তার স্যালুট জানিয়েছেন। আজ সকালে নড়াইলের বারইপাড়া খেয়াঘাট এলাকায় ডুবিয়ে মাছ ধরতে গিয়ে এ মাছটি ধরা হয়। সে নড়াইলের কালিয়া উপজেলার নওয়াগ্রাম এলাকার অহিদুল শেখের ছেলে সালমান শেখ। বিরল প্রজাতির এ মাছটি ধরার পর নড়াইলের নওয়াগ্রাম এলাকার হাজার হাজার মানুষ মাছটি একনজর দেখার জন্য বিশাল ভীড় জমাছে। বিরল প্রজাতির এ মাছটি কেনার জন্য অনেক দামাদামি করেছে-সর্বচ্চ দাম উঠেছে ২০০০ টাকা। সালমান জানান, বিরল প্রজাতির এ মাছটি নিয়ে অনেক সময় ভোবে যে, তার পর মাছটি বিক্রয় করি মাছটি খাবো না। মাছটি নিয়ে সে মৎস কর্মকর্তার সরনাপন্ন হয়। উপজেলা মৎস কর্মকর্তার দপ্তরে। উপজেলা মৎস কর্মকর্তা জানান, একজন সাধারণ মানুষ তার চেতনাকে “আমি বা আমরা স্যালুট জানায়। তিনি আরো জানান, মাছটি একোরিয়ামে রাখা হয়। এ মাছ খাওয়া যায়না, বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here