নড়াইলে অস্ত্র নিয়ে হামলা : আহত ২১ জন গ্রেপ্তার-১

0
175
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: গ্রাম্য আধিপত্য বিস্তরের জেরে শাহাদত হোসেন (৩৩) নামে এক যুবককে হাতুড়িপেটা করে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। আহত ব্যক্তি ওই গ্রামের সোহরাব’র ছেলে। নড়াইলের লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ায় এ ঘটনা ঘটে। হামলার পর প্রথমে তাঁকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ন‚র আলম জোমাদ্দারকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শাহাদতের ভাই মো. মনিফুজ্জামান বাদী হয়ে আজ থানায় মামলা করেছেন। মামলায় ৮ জনের নাম উলে­খ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নড়াইলের লাহুড়িয়া বাজার থেকে ভ্যানে করে দোকানের মালামাল নিয়ে বাড়িতে ফেরার পথে দীননাথপাড়া রাস্তায় তাঁকে ঠেকানো হয়। সেখানেই ৭-৮ জন হাতুড়ি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে। দুই পা ভেঙ্গে ফেলেছে। গ্রাম্য আধিপত্য বিস্তরের জের ধরে এ হামলা হয়েছে। থানার ওসি বলেন, ‘কোনো কারণ ছাড়াই নির্মমভাবে পিটিয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে দ্রæতই আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে ’দু‘পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছে। আহত দের, নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে নাসির,দেলোয়ার,আহাদ ও মুসার সমর্থকদের সাথে একই গ্রামের সাহেব আলী পক্ষের বিরোধ চলছিল। রাত সাড়ে ৯টার দিকে সাহেব আলী পক্ষের জামির ও আফ্রিদি বাড়ি থেকে বের হয়ে শুলটিয়া ব্রিজের পশ্চিম পাশে এলে তাদের উপর প্রতিপক্ষ রানা,মিটু, দেলোয়ার ,রোমান এর নেতেৃত্বে লাঠি, রামদা, দেশী অস্ত্র নিয়ে প্রথমে হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আরিফ শেখ(৪৬), জালাল শেখ(৫০), আলী শেখ(৪৫), মফিজুর শেখ(৩০), ফয়সাল শেখ(২৭), ইমরুল শেখ(২৮), জামির শেখ (২৯),আফ্রিদি (৩৮) সহ অন্তত ২১ জন মারাত্বক আহত হন। গ্রামের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সাহেব আলী জানান, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরেই বিরোধ বাধানোর জন্য চেষ্টা করছিল। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। হাসপাতালো জরুরী বিভাগের ডাক্তার মোঃ কামরুল ইসলাম জানান, কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল সদর ও খুলনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ দিকে লোহাগড়া থানার ওসি মোঃ মোকাররম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here