নড়াইলে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ভিত্তিপ্রস্তর উদ্বোধন

0
162
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় শাহাবাদ মাজীদিয়া কামিল মাদ্রাসার নুতন ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সাবেক এমপি, শেখ হাফিজুর রহমান, সভাপতি,গভণিং বডি সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এছাড়াও নড়াইলের প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সদরের মাইজপাড়া ইউনিয়নের গোহাট চত্বরে জেলা খাদ্য বিভাগের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার প্রকৃত কৃষকদের থেকে ২৬ টাকা দরে এ বছর চার হাজার ৩৭ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় এক হাজার ৯৭৫ মেট্রিকটন, লোহাগড়া উপজেলায় এক ৬৩ মেট্রিকটন ও কালিয়া উপজেলায় ৯৯৯ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here