নড়াইলে মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসুচি পালিত

0
96
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনের মানবিক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা’র আবেদনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার নড়াইলে আইটি পার্ক নির্মানের জমি অধিগ্রহনে জেলা প্রশাসনের অবহেলা ও অসহযোগিতার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১২টায় নড়াইল আদালত সড়কে জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও নড়াইল সাধারণ শ্রেণি পেশার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন ও ঘেরাও কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পৌর সভার কাউন্সিলর কাজী জহিরুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জল, সাধারণ সম্পাদক এস,এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সাবেক সভাপতি নিলয় রায় বাধন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, যুব মহিলা লীগের সদস্য সঞ্চিতা হক রিক্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক আনজুমান আরা জানান, ‘নড়াইলে আইটি পার্ক নির্মানের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, নিশকন্টক জমি পেলেই সিদ্ধান্ত নিয়ে অধিগ্রহনের ব্যাবস্থা করা হবে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here