নড়াইলে লোহাগড়ায় দুটি স্থানে ২১ আগস্ট পালন করলো আওয়ামী লীগ

0
164
728×90 Banner

নড়াইল প্রতিনিধি: ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নড়াইলে লোহাগড়ায় দুটি স্থানে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) বিকালে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও ল²ীপাশাস্থ পৌর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ-সভাপতি একে এম ফয়জুল হক রোম, আ’লীগ নেতা আব্দুল জলিল শিকদার, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত্যঞ্জয় কুমার দাস, শ্রমিক নেতা মিজারুর রহমান মিন্টু প্রমুখ।
অপরদিকে, উপজেলার পৌর আ’লীগের উদ্যোগে ল²ীপাশাস্থ পৌর আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজি বনি আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শিকদার আজাদ রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ লিয়াকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here