পূবাইলে ডাকাতির এক মাসের পর স্বর্ণালংকারসহ ৭ ডাকাত গ্রেফতার

0
287
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের পূবাইলে ডাকাতির ঘটনার এক মাস পর ৮ ভরি স্বর্ণ ও ডাকাতিতে ব্যবহার করা একটি পিক-আপ ভ্যান, দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। তারা হলো, শেখ ফরিদ, সাইফুল ইসলাম, নূরুল আমিন ওরফে নুরা, আতিউর রহমান আপেল, ইয়াহিয়া ওরফে ইয়াকুব, রনি ও স্বর্ণের দোকানি দুলাল বর্মণ। তাদের নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১ টায় পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, ১৭ জুলাই পূবাইল থানার কুদাব এলাকায় ভোর রাতে হোসেন উদ্দিন পালোয়ানের বাড়িতে এক দুর্র্ধষ ডাকাতির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সহ মূল্যবান মালামাল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ডাকাত দল। পরে গোপন সংসাবাদের ভিতিত্বে জানতে পেরে নরসিংদী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী নরসিংদী জেলার রাইপুরা এলাকার মা জুয়েলার্স থেকে ৮ ভরি স্বর্ণ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পূবাইলের কুদাব এলাকার হোসেন উদ্দিন পালোয়ানের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাধা দিলে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয় হোসেন উদ্দিন পালোয়ানের দুই ছেলে ইফতেখার পালোয়ান (৪০) ও রাকিব পালোয়ান (৩৫)। পরের দিন হোসেন উদ্দিন পালোয়ান (৭৫) বাদী হয়ে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী পূবাইল থানায় ডাকাতি মামলা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here