পবিত্র ইসলাম ধর্মে গুজব সৃষ্টি ও গণপিটুনির কোন বিধান নেই

0
216
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: ছেলে ধরা সংক্রান্ত গুজব প্রতিরোধে নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় জেলা পুলিশের আয়োজনে আজ সকাল সাড়ে ৭টার দিকে জেলার নড়াইল সদর, নড়াইলের লোহাগড়া, নড়াইলের কালিয়া এবং নড়াইলের নড়াগাতী থানাধীন বিভিন্ন এলাকার মাদরাসায় উপস্থিত হয়ে মুসল­ীদের মাঝে ছেলেধরা গুজবের বিরুদ্ধে “গণ সচতেনতাম‚লক প্রচারণা সভায়” বক্তৃতা প্রদান করেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বলেন, মুসল­ীদের উদ্দেশ্যে কোরান, হাদিস ও আইনের আলোকে গুজব পরিনতি এবং গুজব প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করেন। নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, তিনি বলেন, পবিত্র ইসলাম ধর্মে গুজব সৃষ্টি ও গণপিটুনি দেওয়ার কোন বিধান নেই। বরং গুজব সৃষ্টি ও ছড়ানো পাপ, যার জন্য ভোগ করতে হবে মহা শাস্তি। এ সংক্রান্তে তিনি বিভিন্ন কোরআন হাদিস এর দৃস্টান্ত তুলে ধরেন। গণপিটুনিতে যারা যেভাবেই অংশগ্রহণ করুক না কেন,সবাই সমান অপরাধী। গণপিটুনি হারাম ও সবচেয়ে বড় গোনাহ। এ সম্পর্কে কুরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট বক্তব্য। মুসল­ীদের উদ্দ্যশে তিঁনি এসব কথা বলেন। তিঁনি আরো বলেন, ছেলেধরা গুজব ছড়িয়ে অনেকে শত্রুুতা হাসিল করছে। ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে কেউ কোনো ঘটনা ঘটালে তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য মুসলি­দের প্রতি অনুরোধ জানান। এসময় তার সাথে উক্ত কর্মস‚চিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেখ ইমরান, নড়াইলের (কালিয়া সার্কেল) রিপন বিশ্বাস, এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেনসহ, নড়াইলের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here